গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বুধবার স্বজন সমাবেশের উদ্যোগে প্রেস ক্লাব মিলনায়তনে কবি-লেখকদের আড্ডা ও ‘রাজার নীতি রাজনীতি’ নামক ছড়ার বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক মোঃ লুৎফর রহমান। সাহিত্য আড্ডা বিকাল গড়িয়ে মধ্যরাতে শেষ হয়।

গৌরীপুর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক সেলিম আল রাজের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গ্রন্থ আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, ‘রাজার নীতি রাজনীতি’ গ্রন্থের লেখক ছড়াকার আজম জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, সাপ্তাহিক রাজ-গৌরীপুরের প্রকাশক আবু কাউছার চৌধুরী রন্টি, সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ওস্তাদ আব্দুল হাই, বাংলা মঞ্চের আহ্বায়ক লেখক হান্নান কল্লোল, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল, প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, দিনকালের প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল আমীন, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ আহমদ, বর্তমান পত্রিকার প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, খালিজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. কামাল হোসেন, পৌর স্বজন সমাবেশের যুগ্ম সাধারণ সম্পাদক শামছুর নাহার মুক্তা, সাহিত্য সম্পাদক সাবিনা আক্তার টুম্পা, মহিলা কলেজ স্বজন শাখার সভাপতি তাসলিমা আক্তার মিশু, স্বজন মাসুদ রানা, মশিউর, যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন প্রমুখ। প্রেস ক্লাব সভাপতি মো. শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে সাহিত্য আড্ডায় দেশের বর্তমান পরিস্থিতি-উত্তরণে তারুণ্যের প্রতি আহ্বান জানিয়ে কবি, লেখক, প্রাবন্ধিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

(এসআইএম/এএস/মার্চ ১৯, ২০১৫)