আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

পার্লামেন্ট ভবনের ভেতরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি’র) প্লাগের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। অন্তত ১০টি ইঞ্জিন ও ৩০ জন অগ্নি নির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক একে শর্মা বলেছেন, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই পার্লামেন্ট ভবনের আশেপাশের রাস্তাগুলো খালি করে ফেলে পুলিশ।

(ওএস/এএস/মার্চ ২২, ২০১৫)