আন্তর্জাতিক ডেস্ক : মিশরের লোহিত সাগরে হাঙ্গরের আক্রমণে এক জার্মান পর্যটক নিহত হয়েছে। মিশরের পুলিশ সূত্রে এ কথা জানা গেছে।

রবিবার বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, দেশটির আল-কায়সার উপকূলীয় এলাকায় ওই নিহতের ঘটনা ঘটে। একটি হাঙ্গর ৫২ বছর বয়সী ওই জার্মান পর্যটকের হাঁটুতে বারবার কামড় দিলে অতিরিক্ত রক্তক্ষরণে সে নিহত হয়। বিগত ৫ বছরে এই প্রথম হাঙ্গরের কামড়ে কোনো লোক নিহত হল।

তবে কোন প্রজাতির হাঙ্গর ওই জার্মান নাগরিককে কামড় দিয়েছে তা জানা যায়নি। এর আগে ২০১০ সালে একব্যক্তি হাঙ্গরের আক্রমনে নিহত হয়েছিল। তাছাড়া ২০০৯ সালে এক ফরাসি নারীও নিহত হয়েছিল।

(ওএস/এটিআর/মার্চ ২২, ২০১৫)