লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কবির হোসেন (৩০) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাত আড়াইটার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের রতনের খিল এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

কবির একই ইউনিয়নের মটবী গ্রামের আবুল কাশেমের ছেলে। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, রাতে রতনের খিল এলাকায় ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় টহল পুলিশ সেখানে এলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গুলি বিনিময়ের একপর্যায়ে ডাকাত সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় কবিরের পায়ে গুলি লাগে। এ অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, কবির স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর অন্যতম সদস্য। তার বিরুদ্ধে থানায় দু’টি অপহরণ মামলা রয়েছে।

এদিকে, ডাকাতির প্রস্তুতির কথা অস্বীকার করে গুলিবিদ্ধ কবির নিজেকে মান্দারী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দাবি করেছেন।

(ওএস/পিবি/ মার্চ ২৩, ২০১৫)