বিনোদন ডেস্ক : মা দিবসের জন্য নির্মাণ করা হয়েছে একটি বিশেষ নাটক ‘খুঁজি তোমায় মাগো’। রুম্মান রশীদ খানের রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন পারভীন সুলতানা দিতি ও আহমেদ নোবেল। ২১ ও ২২ মার্চ রাজধানীর গুলশানে এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে।
 

এখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিতি, অপূর্ব ও নওশীন। নাটকটি নিয়ে অপূর্ব বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম রিপন। মা এক দুর্ঘটনায় মারা যায়। কিন্তু তার লাশ পাওয়া যায় না। এরপর থেকে তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকি। আশা করছি, কাজটি সবার পছন্দ হবে।’

এদিকে নাট্যকার রুম্মন রশীদ খান এর আগে দিতির পরিচালনায় ‘ভালো থাকিস মা’, ‘মা’,‘খুঁনসুটি দিলাম ছুটি‘সহ বেশকিছু নাটক রচনা করেছেন।

তিনি জানালেন, মা মানেই সবচেয়ে আপন মানুষ। আর দিতি আপার সঙ্গে মা’র গল্প নিয়ে বেশকিছু কাজ করা হয়েছে। এ নাটকেও দিতি আপা দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। আশা করি, কাজটি দর্শকরা পছন্দ করবেন।

এখানে নওশীনকে অপূর্ব’র স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মা দিবসে চ্যানেল আইয়ে প্রচার হবে নাটক ‘খুঁজি তোমায় মাগো’।

(ওএস/এএস/মার্চ ২৩, ২০১৫)