সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ (ফাঁসি) দিয়েছে আদালত। সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদুর রহমান সোমবার দুপুরে এ দন্ডাদেশ প্রদান করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আব্দুস সালাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীরামপুর গয়হাট্টা গ্রামের শুকুর আলীর ছেলে।
আদালতসূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৬ জুলাই রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীরামপুর গয়হাট্টা গ্রামের আব্দুস সালাম দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে তার স্ত্রী ফাতেমাকে শ্বাসরোধ হত্যার পর বাড়ির পাশের একটি জমিতে তার পড়নের কাপড় দ্বারা বেধে শরীরে কেরসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় নিহতের মামা ৯ জনকে আসামী করে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ৮ জন আসামীকে অব্যাহতি দিয়ে আব্দুস সালামকে দায়ি করে আদালতে চার্জশীট দাখিল করে। এরপর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত নিহত ফাতেমার স্বামী আব্দুস সালামকে আজ সোমবার মৃত্যুাদন্ডদেশ প্রদান করে।
(এসএস/পিবি/মার্চ ২৩,২০১৫)