সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আ. লীগের আহবায়ক মো. শহিদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। দলীয় গঠনতন্ত্র, শৃংখলা পরিপন্থি ও রাজনৈতিক প্রতিবন্ধকতার অভিযোগ এনে এই নোটিশ জারি করা হয়েছে।

গত ২১ মার্চ সিরাজগঞ্জ জেলা আ. লীগের সাধারন সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, গত ২০১৪ সালের ২৮ ডিসেম্বর সর্বম্মতিক্রমে ৪৭ সদস্য বিশিষ্ট উল্লাপাড়া উপজেলা আ. লীগ এর আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি গঠন করা হলেও দলীয় গঠনতন্ত্র ও শৃংখলার তোয়াক্কা না করে দলীয় কর্মকান্ড পরিচালনা করে দলের স্থবরিতা আনায়ন করছেন। আহবায়ক কমিটি গঠন করা হলেও আপনি নিজেকে সভাপতি ও আহবায়ক কমিটির অপর সদস্য গোলাম মোস্তফাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উল্লেখ করে বিভিন্ন ইউনিয়ন কমিটিকে পত্র প্রদান করছেন। গত ৮ মার্চ তারিখে আপনাদের দুজনের স্বাক্ষরিত একটি পত্র আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই কার্যকলাপ দলীয় গঠনতন্ত্র ও শৃংখলা পরিপন্থি। আপনার বিরুদ্ধে কেন দলীয় শৃংখলা ভংগের অভিযোগে দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবেনা, আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বিশেষ ভাবে জানানো হলো।

এ বিষয়ে জেলা আ. লীগের সাধারন সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উল্লাপাড়া উপজেলা আ. লীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা নিয়ম বর্হিভূত ভাবে দলীয় কর্মকান্ড পরিচালনা করায় তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা আ. লীগের সদস্য গোলাম মোস্তফা বলেন, গত ২০১৪ সালের ১৪ নভেম্বর কাউন্সিলের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করা হয়। গঠনের পর পূর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা আ. লীগ কার্যালয়ে জমা দেয়া হয়। এর পর জেলা আ. লীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পূর্বে এই কমিটি বাতিল করে আহবায়ক কমিটি গঠন করা হয়। এই আহবায়ক কমিটি উল্লাপাড়া উপজেলা কমিটির নেতা কর্মিরা মেনে নেয়নি। যে কারনে স্থাণীয় নেতা কর্মিদের সিদ্ধান্তনুযায়ী পূর্বের কমিটি কমিটি পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, অফিসিয়াল ভাবে এখন পর্যন্ত আমরা কোন নোটিশ পাইনি। তবে লোকমুখে এবং বিভিন্ন ভাবে একটি পত্র জনসাধারনের মাধ্যমে দেখা গেছে। অফিসিয়াল ভাবে পত্র পেলে পরবর্তিতে দলীয় নেতা কর্মিদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহন করা হবে।

(এসএস/এএস/মার্চ ২৩, ২০১৫)