লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে আড়াই শ’ কেজি জাটকা জব্দ করেছে সদর উপজেলা মৎস্য প্রশাসন। পরে সেগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সদর উপজেলার দালালবাজার এলাকা থেকে মঙ্গলবার বিকাল ৪টায় পিকআপ বোঝাই জাটকা ও গাড়িচালক নিজাম উদ্দিনকে আটক করা হয়।

পরে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুনিল চন্দ্র ঘোষ জানান, ‘বিকালে স্থানীয় লোকজনের সহায়তায় লক্ষ্মীপুর-রামগঞ্জ আঞ্চলিক সড়কের দালালবাজার এলাকা থেকে একটি পিকআপে আট ড্রাম জাটকা ইলিশ জব্দ করা হয়। যার পরিমাণ আনুমানিক আড়াই শ’ কেজি।’

তিনি আরও জানান, ‘জব্দকৃত জাটকাগুলো এমিতখানায় বিতরণ ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালক নিজামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’

এদিকে চালক নিজাম উদ্দিন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘খোকন নামে এক মাছ ব্যবসায়ী মাছগুলো ঢাকার যাত্রাবাড়িতে নেওয়ার জন্য তার গাড়ি ভাড়া করেন।’

(ওএস/এটিআর/মার্চ ২৪, ২০১৫)