বগুড়া প্রতিনিধি : বগুড়ায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ বিভিন্ন অভিযোগে ৮জনকে গ্রেফতার করেছে বগুড়া র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যরা। গত ২৬ মার্চ রাতে বগুড়া শহরের শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় একটি মাইক্রোবাসসহ তাদের আটক করে।

বগুড়া র‌্যাব-১২ ক্যাম্প অফিস থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের আটক করার পর তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। আটককৃতরা হলো পাবনার আইবি রোডের হাসানুজ্জামান (২০), সাথিয়ার কল্যাণপাড়ার ইসমাইল হোসেন (২১), পাবনা সদরের হামচিয়াপুর গ্রামের রানা (২৫), হেমায়েতপুর আশ্রয়ন প্রকল্প এলাকার রবিন (১৯), হাড়িবাড়িয়া গ্রামের রানা (২০), ছাতিয়ানি গ্রামের রাজু শেখ (২২), প্রতাবপুর খাঁ পাড়ার আলতাফ (৩৫), বিলবিতরনী গ্রামের আসাদ (২৬)। আটককৃতদের কাছ থেকে রংপুর থেকে চুরি হওয়া মোবাইল টাওয়ারের ৮টি আইপিএস ব্যাটারি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১২, স্পেশাল কোম্পানীর কোম্পানী কমান্ডার লে। কমান্ডার আলী হায়দার চৌধুরী, (ট্যাজ), পিপিএম, বিএন। এ বিষয়ে বগুড়ার শাজাহানপুর থানায় মামলা দায়ের হবে।

(এএসবি/এএস/মার্চ ২৭, ২০১৫)