বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধি:মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা নির্বাচনে দুই প্রার্থী একই স্থানে সভা আহবান  করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

আজ শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত জুড়ী শহরের ১৪৪ধারা বলবৎ থাকবে। আগামী রবিবার(২৯মার্চ) জুড়ী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে একই স্থানে নির্বাচনী জনসভা শেষ প্রচারণা হিসাবে দুইজন প্রতিদ্বন্দী প্রার্থী সভার আহবান করায় স্থানীয় প্রশাসন আইন-শৃংখলা অবনতি আশংকা করে স্থানীয় প্রশাসন এ আদেশ জারী করেছেন।

স্থানীয় প্রশাসন সুত্রে জানা গেছে, আগামী রবিবার জুড়ী উপজেলা পরিষদের উপ-নির্বাচনের শেষ নির্বাচনী সভার জন্য শুক্রবার বিকালে তৃণমুল আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বদরুল হোসেন উপজেলা সদরের ভবানীগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় ও প্রয়াত উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ মুমিত আসুকের স্ত্রী গুলশান আরা মিলি বাসষ্ট্যান্ডের অদুরে জাঙ্গিরাই চত্বরে সভার আহবান করেন।

ফলে দুই প্রার্থীর সমর্থকরা সকাল থেকে মুখোমুখি অবস্থান করেন। এ কারনে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির আশংকা করে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শহীদুল ইসলাম দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত জুড়ী শহরের ১৪৪ধারা জারি করেন।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শহীদুল ইসলাম ১৪৪ধারা জারির সত্যতা স্বীকার করেছেন।

(এলএস/এসসি/মার্চ২৭,২০১৫)