বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে দুর্বৃত্তের ছুড়ে দেয়া এসিডে আব্দুল মননান সরদার ও আমিমননেছা নামে এক কৃষক দম্পত্তি আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালাইয়া গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।

আক্রান্ত মন্নান সরদার জানান, জমি সংক্রান্ত বিরোধে ১০-১২ দিন আগে প্রতিপক্ষ একই বাড়ির চার জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন তারা। এতে ক্ষিপ্ত হয়ে রাত ৩ টার দিকে বসত ঘরের জানালা দিয়ে প্রতিপক্ষের দুর্বৃত্তরা তিনি ও তার স্ত্রী আজিমননেছার গায়ে এসিড ছুড়ে দিয়ে পালিয়ে যায়।

এতে মন্নান সরদারের (৬৫) শরীরের বাম বাহুর ওপর এবং আজিমনের (৫৫) বুকে ও নিতম্বে ক্ষত হয়। সকাল ৮টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
বাউফল হাসপাতালের ডাক্তার সাইফুল ইসলাম শামিম বলেন, ‘গরম পানি অথবা এসিড আক্রান্ত কিনা স্পস্ট বলা যাচ্ছে না। তবে এসিড জাতীয় মিশ্রকোন পদার্থে আক্রান্ত হতে পারেন।’

(এমএবি/এসসি/মার্চ২৭,২০১৫)