যশোর প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোলবোমায় নিহত যশোরের নুরুজ্জামান পপলু ও তার মেয়ে মাইশার মৃত্যুদিন ৩ ফেব্রুয়ারিকে জাতীয় সন্তান দিবস ঘোষণার দাবি জানিয়েছেন যশোরবাসী। শনিবার দুপুরে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যশোরবাসীর পক্ষে শেখ আতিকুর রহমান বাবু বলেন, বাসে পেট্রোলবোমা হামলার পর পররই বাবা নুরুজ্জামান পপলু তার মেয়ে মাইশাকে বাচাঁনোর জন্য বুকে জড়িয়ে ধরেন। অনুরুপ মেয়ে মাইশাও বাবাকে জড়িয়ে ধরেন। কেউ কাউকে ছেড়ে বাচাঁর চেষ্টা করেননি। এমনকি বাস থেকে তাদেরকে একে অপরকে আলিঙ্গন করা অবস্থায় উদ্ধার করা হয়। সন্তানকে বাচাঁনোর জন্য এমন নজির পৃথিবীতে বিরল। তাই সন্তানের জীবন বাচাঁতে বাবার এমন আত্মত্যাগকে অবিস্মরণীয় করে রাখতে মর্মান্তিক দুর্ঘটনার দিনটিকে ‘জাতীয় সন্তান দিবস’ ঘোষণার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, পৌর কাউন্সিলর মোকছিমুল বারী অপুসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(জেডকে/পিবি/মার্চ ২৮,২০১৫)