বরিশাল প্রতিনিধি : গৌরনদীর টরকী বন্দরের রায়পট্টিতে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও আটটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

সোমবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নেভাতে গিয়ে হেলাল মিস্ত্রী, তাইফুর রহমান বেপারী, স্বপন কুমার, হারুন বয়াতি, জামিল মাহামুদ, নারায়ন পোদ্দার, শেখর দত্ত বনিকসহ কমপক্ষে ১০/১২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ২ জনকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা। তবে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল করিম জানান, ভোরে টরকী বন্দরে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়। আগুনের ব্যাপকতা বেশি থাকায় পরে গৌরনদী, উজিরপুর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে। স্থানীয়দের সহায়তায় তারা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

(ওএস/এটিআর/মার্চ ৩০, ২০১৫)