মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া বাজারে রবিবার সন্ধ্যায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপ সংর্ঘষে ১৫ জন আহত হয়েছে।

আহত, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার কেন্দুয়ার কলাগাছিয়া গ্রামের কেশব ভক্ত ও রবীন্দ্র ভক্তের মধ্যে দীর্ঘদিন ধরে কলাগাছিয়া বাজারের একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের প্রায় ১৫ জন আহত হয়।
এ সময় কেশব ভক্তের দোকানের মালপত্র লুটপাট ও দোকানঘন ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
সংর্ঘষে উভয় গ্রুপের আহতরা হলেন এ সি নর্থ কলাগাছিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুমা কীর্তনিয়া, প্রফুল ভক্ত, সুর্দশন ভক্ত, গীতা ভক্ত, আমির সরকার, সমির ভক্ত, বিনয় ভক্ত, রবীন্দ্রনাথ ভক্ত, সুকুমার ভক্ত, সদানন্দ ভক্ত প্রমুখ। আহত মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নেয়।
মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এএ/পিবি/মার্চ ৩০,২০১৫)