শেরপুর প্রতিনিধি : জাতীয় জলবায়ু অভিযোজন পরিকল্পনায় স্থানীয় অভিযোজন পরিকল্পনার অন্তর্ভূক্তির দাবিতে শেরপুরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ৩১ মার্চ মঙ্গলবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত স্থানীয় নিউমার্কেট মোড়ে বেসরকারি উন্নয়ন সংস্থা শারি ও অ্যাডভোকেসি ফোরামের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে জেলা অ্যাডভোকেসি ফোরামের আহবায়ক আবুল হোসেন আবু, সদস্য সচিব আল-আমীন, সাংবাদিক তালাত মাহমুদ, শারি’র জেলা সমন্বয়কারী মো. সোলায়মান আহমেদ, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আ.স.ম. সোহেল নয়ন প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে, ‘বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি, দুর্যোগের ক্ষতি কমিয়ে আনি’-শ্লোগান নিয়ে ওয়ার্ল্ডভিশন শেরপুর এডিপি ও ব্র্যাকের সহায়তায় জেলা প্রশাসন এ উপলক্ষে শহরে বর্নাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও শিশু চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। দুপুরে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে ফায়ার সার্ভিসের উদ্যোগে ভুমিকম্প সচেতনতা বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।

(এইচবি/এএস/মার্চ ৩১, ২০১৫)