মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের সিনিয়র সাংবাদিক দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি স,ই সরকার জগলুকে প্রাননাশের হুমকিদাতা স্বাধীনতা বিরোধীর উত্তরসূরীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন করেছে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকু) ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি (এইচআরআরএস) মৌলভীবাজার জেলা শাখা।

৩১ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় চৌমুহনা চত্তরে অনলাইন নিউজ পোর্টাল অপরাধ সংবাদ ডটকমের ক্রাইম রিপোর্টার এমদাদুল হকের পরিচালনায় এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে শহরের চৌমোহনা চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন- বিশিষ্ট লেখক-গবেষক ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর জেলা সাধারণ সম্পাদক চৌধুরী নীহারেন্দু হোম সজল, সময় নিউজ টোয়েন্টি ফোর ডটকমের জেলা প্রতিনিধি মো. আব্দুল কাইয়ুম, দৈনিক স্বাধীন মত ও দৈনিক সিলেটবাণী পত্রিকার জেলা প্রতিনিধি, অপরাধ সংবাদ ডটকমের মফস্বল সম্পাদক এবং বসকু’র জেলা সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, দূর্ণীীত মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, যুব ফোরাম সহ-সভাপতি নয়ন কান্তি দেব, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি জেলা ধর্ম বিষয়ক সম্পাদক কাজী এম এ ইউসুফ শরীফ, সমাজকল্যাণ সম্পাদক শেখ ফয়েজ আলী দৈনিক সন্ধাবাণী পত্রিকার জেলা প্রতিনিধি মো. মতিউর রহমান, বাংলা ডাক ডটকমের সম্পাদক সৈয়দ মুন্তাছির রিমন, দৈনিক সুর্যোদয় পত্রিকার জেলা প্রতিনিধি সুধাংশু শেখর হালদার, প্রমুখ। উল্লেখ্য- জেলার রাজনগর উপজেলার টেংরা গ্রামের মহান স্বাধীনতা বিরোধী, কুখ্যাত মুসলীম লীগার ও শান্তি কমিটির প্রভাবশালী নেতা মৃত আব্দুল করিম ওরফে তৈমুছ মিয়ার উত্তরসূরীরা কর্তৃক ২০১১ সালে একই উপজেলার গয়ঘর গ্রামের প্রয়াত বিডিআর সুবেদার, বীর মুক্তিযোদ্ধা সরাফত খানের পুত্র আজমল খানের ভূমি জবরদখল করে নেয়ার ঘটনায় আতœপক্ষ সমর্থনের অনুরোধ জানিয়ে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি থেকে পত্র/নোটিশ প্রদান এবং পত্রিকায় সংবাদ পরিবেশন করার কারণে পূর্ব থেকেই ক্ষিপ্ত উক্ত স্বাধীনতা বিরোধীর উত্তরসূরীরা গত ৯ ফেব্রুয়ারী ২০১৫ সালে সমাজকল্যাণ মন্ত্রীর নির্দেশে টেংরা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির মোতালিবের বাড়িতে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা পুত্রের উক্ত জবরদখলকৃত ভূমি সংক্রান্ত সালিশ অনুষ্ঠানে মোবাইল ফোনে এবং সরাসরি মানবাধিকার কর্মী ও সাংবাদিক শ. ই. সরকার জবলুর সাথে জঘন্য আক্রমনাতœক আচরণ করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত সালিশকারীদের হস্তক্ষেপে তিনি আক্রমনের হাত থেকে রক্ষা পান তবে এ ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

(এমএকে/এএস/মার্চ ৩১, ২০১৫)