বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ পানগুছি নদীতে আহরণ নিষিদ্ধ দেশীয় প্রজাতির মাছের রেনু পোনা আহরণকালে কোষ্টগার্ডের অভিযানে আটক ৫৩ জন জেলের মধ্যে ৫২ জনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা দিকে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল হালিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৩ মাসের কারাদন্ড ও ৫১ জনকে একহাজার টাকা করে জরিমানা আদেশ দেন। এছাড়া আটককৃতদের মধ্যে একজন শিশু থাকায় তাকে খালাস দেন।

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ ইয়াকিন আলী বলেন, মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে আহরণ নিষিদ্ধ মাছের পোনা ধরছিল। এখবর পেয়ে শরনখোলা কোষ্টগার্ডের কন্টিজেন্ট এর একটি টিম অভিযান পরিচালনা শুরু করে। পরে নদী থেকে ৫টি ট্রলারসহ ৫৩ জন জেলেকে আটক করা হয়। তাদের ট্রলারে তল্লাশী চালিয়ে আহরিত ১ হাজার কেজি মাছের পোনা ও ১২ হাজার মিটার সিম ফ্লাই জাল উদ্ধার করে। পরে আটককৃত জেলেদের কোষ্টগার্ড আমাদের কাছে (মোড়েলগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তর ) নিকট হন্তান্তর করে। পরে রাতেই মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল হালিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৩ মাসের কারাদন্ড ও ৫১ জনকে একহাজার টাকা করে জরিমানা আদেশ দেন।

এছাড়া আটককৃতদের মধ্যে একজন শিশু থাকায় তাকে খালাস দেন। তিন মাসের দন্ডপ্রাপ্ত হলো, খুলনা জেলার পাইকগাছা উপজেলার ঘরইখালী গ্রামের সিরাজুল জোয়াদ্ধারের ছেলে লিটন জোয়াদ্ধার (২৮)। তাকে মঙ্গলবার সকালে পুলিশের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

(একে/এএস/মার্চ ৩১, ২০১৫)