বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলায় সুপেয় পানির দাবিতে এলাকাবাসী মানববন্ধন পালন করেছে। মঙ্গলবার সকালে উপজেলা চত্তরের সামনে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি), উপজেলা নারী বিকাশ কেন্দ্র, ভিডিসি ও কারিতাসের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

ঘন্টাব্যাপী মনববন্ধনে বক্তারা বলেন, রামপাল উপজেলার কামরাঙ্গা গ্রামে দীর্ঘদিন ধরে সুপেয় খাবার পানির সংকট রয়েছে। রামপাল সদরের একমাত্র খাবার পানির উৎস রামপাল দীঘি। শুষ্ক মওসুমে এ দীঘির পানি খাবার অযোগ্য হয়ে পড়ে । দিঘিটি সংস্কার না করায় নানা ধরনের শেওলা এবং ময়লা আবর্জনা জমে থাকে। এলাকার মানুষের পানি সংকট নিরসনের জন্য এক সময় কয়েকটি বড় বড় পুকুর থাকলেও তার কয়েকটি ভরাট করায় পানির উৎস কমে গেছে। নদীগুলোও ভরাট হয়ে গেছে। পানির সমস্যা বৃদ্ধি পাচ্ছে। কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

জলবায়ু পরিবর্তনের ফলে এ অঞ্চলে জনগণের মধ্যে বিরূপ প্রভাব পড়েছে। সুপেয় পানির অভাব উপকূলীয় এলাকার একটি বড় সমস্যা। শুধু সুপীয় খাবার পানিই নয় ব্যবহার উপযোগী পানিরও তীব্র সংকট। গ্রামের জনগোষ্ঠি যাতে সুপেয় পানির নিশ্চিয়তা পেতে পারে সে লক্ষে নতুন পুকুর খনন করে ভূ-উপারি ভাগের লবণ পানি পরিশোধনের জন্য বড় ধরনের পানি বিশুদ্ধকরণ প্রকল্প গ্রহনের দাবী জানানো হয়।

বর্তমানে রামপাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর লবণাক্ত দূরীকরণ প্লান্ট আইডিবি প্রকল্প সহয়তায় উপজেলা সদরে স্থাপিত পানির প্লান্ট থেকে ৮ টাকা কলসি পানি বিক্রির প্রতিবাদ করেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী । এ ধরনের বাণিজ্যে দরিদ্রজনগোষ্ঠি সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে। মানববন্ধনে বক্তৃতা দেন, রামপাল উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সদর ইউপি চেয়ারম্যান শেখ মো: বজলুর রহমান, পিআইও স্বপন কুমার, রামপাল গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক আকবার আলী, সিডিপি’র এসএম ইকবাল হোসেন বিপ্লব, প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিকী, প্রভাষক মো: বজলুর রহমান, এমএ সবুর রানা, উপজেলা বনিক সমিতির সভাপতি সেখ আবু দাউদ, নবলোকে পল্লব রায়,প্রবীর বিশ্বাস, কারিতাসের হারুন গাজী, নারী বিকাশ কেন্দ্রের সংগঠক কাত্যায়নী হালদার, রুপান্তরের পার্থ প্রতিম ঠাকুর, কাকলী হালদার, কোডেক’র মো: সিরাজুল ইসলাম, শাহনাজ সুলতানা, কৃষ্ণা রানী দে, আনজিরা খাতুন প্রমুখ।

(একে/এএস/মার্চ ৩১, ২০১৫)