স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি ৫ এপ্রিল রবিবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে বুধবার মুলতবির এ আদেশ দেয়া হয়। বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

এর আগে গত ৯ মার্চ কামারুজ্জামানের রিভিউ আবেদন শুনানির জন্য ১ এপ্রিল দিন ধার্য করা হয়।

এদিকে এ বিষয়ে শুনানির আগে আরও সময় চেয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আইনজীবীরা। সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ জানান বিষয়টি শুনানির জন্য বুধবারের কার্যতালিকার চার নম্বরে রাখা হয়েছে ।

তিনি বলেন, “আসামিপক্ষ রিভিউ শুনানির জন্য আরও চার সপ্তাহ সময় চেয়ে আবেদন করেছে।”

রিভিউ আবেদন শুনানির বিষয়ে কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট মো. শিশির মনির বলেন, শুনানি চার সপ্তাহ মুলতবি রাখার আরজি জানিয়ে মঙ্গলবার আমরা আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় একটি আবেদন দায়ের করেছি।

গত ৮ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রিভিউ আবেদনটি শুনানির দিন ধার্য করার জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

গত ৫ মার্চ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় কামারুজ্জামানের আইনজীবীরা ৪৪টি যুক্তি দেখিয়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করেন। ৪৫ পৃষ্ঠার রিভিউ আবেদনে মোট ৭০৪ পৃষ্ঠার ডকুমেন্ট দাখিল করা হয়।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ কামারুজ্জামানের আপিল মামলার পূর্ণাঙ্গ রায় দেন। এর পর গত ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মুহম্মদ কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারা কর্তৃপক্ষের কাছে পাঠায়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার ফরমান আলীসহ চারজন কামারুজামানের কনডেম সেলে যান এবং পরোয়ানা পড়ে শোনান।

(ওএস/এটিআর/এপ্রিল ০১, ২০১৫)