শেরপুর প্রতিনিধি : শেরপুরে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ৩৬ বোতল বিদেশী মদ ও ৬ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো-ঝিানাইগাতীর ছোট গজনী গ্রামের নিউটন সাংমার ছেলে তুমিন ওরফে তুহিন মারাক (২৫) এবং শ্রীবরদী রাণিশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সোলাইমান ওরফে সুন্দর আলী (৩৫)।

র‌্যাব-১৪ জামালপুর কোম্পানীর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নন্দির বাজার এলাকায় চেকপোষ্ট বসিয়ে অভিযান চালানো হয়। এসময় জামালপুরগামী একটি সিএনজি অটোরিক্সায় তল্লাসি চালিয়ে তুমিন ওরফে তুহিন মারাকের হেফাজতে থাকা ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে থাকে আটক করে শেরপুর সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে, শ্রীবরদী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভায়াডাঙ্গা টেংগরপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার রাতে ৬ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী সোলাইমানকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলে উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াদ হোসেন জানিয়েছেন।
(এইচএমএ/পিবি/এপ্রিল ০১,২০১৫)