স্টাফ রিপোর্টার : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য ৭ জুন দিন ধার্য করেছেন আদালত।

মামলার তদন্ত প্রতিবেদন বুধবার দাখিল করার দিন ধার্য ছিল। র‌্যাব তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান প্রতিবেদন দাখিলের এ দিন ধার্য করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হন। পরে রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই। চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপর ন্যস্ত করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে দেওয়া হয়।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়ারেছ আলী মামলাটির তদন্ত করছেন।

(ওএস/এএস/এপ্রিল ০১, ২০১৫)