বেনাপোল(যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় এক স্কুলছাত্রীকে(১৪) নামে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার সকাল ৯টায় ভারত সীমান্তবর্তী বেনাপোলের রুদ্রুপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। সে ঢাকার নয়াটোলা এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে ওই স্কুলছাত্রী তার এলাকার সৌরভ নামে এক প্রতারকের প্রেমের ফাঁদে পড়ে। বুধবার মেয়েটি স্কুল যাওয়ার পথে তাকে বেড়ানোর নাম করে ঢাকা থেকে বেনাপোলে নিয়ে আসেন সৌরভ। বৃহস্পতিবার সকালে তাকে ভারতে পাচারের উদ্দেশে স্থানীয় পাচারকারীদের হাতে তুলে দেয়।

মেয়েটি পাচারের শিকার হচ্ছে বুঝতে পেরে কৌশলে সীমান্তবর্তী একটি বাড়িতে ঢুকে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এসময় পালিয়ে যায় পাচারকারীরা।

বেনাপোলের কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের ইউপি সদস্য হোসনেয়ারা খাতুন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, মেয়েটি এখন তাদের আশ্রয়ে রয়েছে।

(ওএস/পিবি/এপ্রিল ০২, ২০১৫)