গাজীপুর প্রতিনিধি : ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত কচি-কাঁচা একাডেমী ও ইকবাল সিদ্দিকী হাই স্কুলের আন্ত হাউজ হা-ডু-ডু প্রতিযোগিতা ২০১৫ এর চূড়ান্ত খেলা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

কচি-কাঁচা ক্যাম্পাসে আয়োজিত এই প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরে চ্যাম্পিয়ন হয় দুরন্ত হাউজ এবং রানার-আপ হয় দিগন্ত হাউজ। প্রাথমিক স্তরে চ্যাম্পিয়ন হয় দিগন্ত হাউজ এবং রানার আপ হয় দুরন্ত হাউজ। মাধ্যমিক স্তরে নবম শ্রেণির মোঃ হাবিবুর রহমান এবং প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণির শাহরিয়ার জিসান ফাহিম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। এছাড়াও ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষর্থীদের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে সপ্তম শ্রেণি চ্যাম্পিয়ন, ষষ্ঠ শ্রেণি রানার-আপ এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সপ্তম শ্রেণির মোঃ আব্দুল নাঈম আহমেদ। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সোসাইটির সদস্য সচিব ও ইকবাল সিদ্দিকী হাই স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল হক।

(এমএস/পিবি/এপ্রিল ০২,২০১৫)