যশোর প্রতিনিধি : জেলায় কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের উদ্যোগে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের শিল্পকলা একাডেমিতে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য বেগম জাহান আরা সিদ্দিকী।

যশোর কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খুলনা কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আহসানুল হক, যশোর কাস্টমের যুগ্ম কমিশনার অরুণ বিশ্বাস ও সহকারী কমিশনার শেখ সেলিম। এতে যশোর কাস্টমের রাজস্ব কর্মকর্তা আমিনুল ইসলাম খানসহ অন্যান্য কর্মকর্তা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বলা হয় এখন থেকে ব্যবসায়ীরা অনলাইনে সরকারের ভ্যাট জমা দিতে পারবেন। এজন্য তাদেরকে আর অফিসে আসতে হবেনা।

(ওএস/এটিআর/এপ্রিল ০২, ২০১৫)