বেনাপোল (যশোর) প্রতিনিধি : মাদক সেবনের অভিযোগে যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রাম থেকে ছয় যুবককে আটক করেছে পুলিশ।
 
শনিবার  সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়।

আটক যুবকরা হলেন-যশোর সদর উপজেলার সিদ্দুকুর রহমানের ছেলে তাজুল ইসলাম (২৫), কাজী কাশেমের ছেলে শাহিন (২০), রাজ্জাকের ছেলে রাজিব (২৮), সাইদুরের ছেলে রাসেল আল মাসুদ (২৭), আলী আজগারের ছেলে আলী রেজা (২৬) ও শাহাজানের ছেলে আশরাফুল (২৮)।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সকালে ভবারবেড় গ্রামে একটি মাদকের আস্তনায় অভিযান চালিয়ে ওই ছয় যুবককে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরো জানান, ওই ছয়জন ভবারবেড় গ্রামে এসে প্রায়ই মাদক সেবন করতেন বলে স্থানীয় লোকজনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, বেনাপেলের চিহ্নিত কয়েকটি স্পটে প্রকাশ্যে মাদকের বেচা-কেনা চলছে। প্রতিদিন যশোর, খুলনাসহ বিভিন্ন স্থান থেকে স্কুল-কলেজের ছেলেরা থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ নেশা করতে সেসব স্পটে আড্ডা জমাচ্ছে। পুলিশ মাঝে মধ্যে অভিযান চালিয়ে মাদক সেবীদের আটক করলেও ধরা ছোঁয়ার বাইরে থাকছে মাদক ব্যবসায়ীরা।

(ওএস/পিবি/ এপ্রিল ০৪, ২০১৫)