ফেনী প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিলম্বে হলেও বিএনপি নেত্রী খালেদা জিয়ার বোধোদয় হয়েছে।

তিনি বলেছেন, ‘খালেদা জিয়া বাস্তবতা থেকে সরে গিয়েছিলেন। এখন থেকে তিনি সঠিক পথ অনুসরণ করবেন বলে জনগণ আশা করে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেহপুরে ফোর-লেন প্রকল্পের ওভারপাসের কাজের পরিদর্শনকালে রবিবার দুপুরে এসব কথা বলেন তিনি।

ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিগত ৮ সিটি কর্পোরেশন নির্বাচন যেভাবে অবাধ নিরপেক্ষ হয়েছে, তেমনি এ ৩টি নির্বাচনও নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দেবে।’

মন্ত্রী বলেন, ‘চলতি বছরের জুলাই নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর-লেনের কাজ শেষে হবে। জুলাই মাসেই এ সড়ক উদ্ধোধন করা হবে। যাতে জনগণ নির্বিঘ্নে ঈদ ও রোজায় বাড়ি ফিরতে পারেন।’

এ সময় উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোর-লেন প্রকল্পের অতিরিক্ত পরিচালক অরুণ আলো চাকমা প্রমুখ।

(ওএস/এএস/এপ্রিল ০৫, ২০১৫)