বেনাপোল(যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে একশ’ বোতল ফেনসিডিলসহ রতন (১৯) নামে এক ইজিবাইক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সকাল ৮টায় ভারত সীমান্তবর্তী বেনাপোল-সাদিপুর সড়ক থেকে মাদকের এই চালানটি আটক করা হয়। আটক ইজিবাইক চালক ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইজিবাইকটি আটক করা হয়। পরে ইজিবাইকের ব্যাটারির বক্সের মধ্যে লুকিয়ে রাখা একশ’ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় মাদক বহনের অভিযোগে
ইজিবাইকসহ চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানায় বিজিবি।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/পিবি/ এপ্রিল ০৬, ২০১৫)