লোহাগড়া(নড়াইল) ‍প্রতিনিধি : নড়াইলের  লোহাগড়ার পৌরসভার গোপীনাথপুর গ্রামের এসএম ওহিদুর রহমানের স্ত্রী মোছাঃ শামীমা ডেইজী  ভুয়া ঠিকানা দিয়ে গত ৫ বছর ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকুরী করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই শিক্ষিকা জেলার কালিয়া উপজেলার ২৯ নং মহাজন-কলাগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, মোছাঃ শামীমা ডেইজী গত ২০০৯ সালে কালিয়া উপজেলার মাউলী গ্রামের বাসিন্দা হিসেবে ভুয়া ঠিকানা ব্যবহার করে সহকারী শিক্ষক পদে আবেদন করেন এবং ২৯ নং মহাজন-কলাগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রাপ্ত হন। ওই শিক্ষিকার জন্ম স্থান ও স্বামীর বাড়ী নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামে এবং বর্তমানে লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামে স্থায়ী ভাবে বসবাস করেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগের নীতিমালা অনুযায়ী এক উপজেলার প্রার্থী অন্য উপজেলায় আবেদন বা নিয়োগ প্রাপ্ত হবেন না।
অথচ, ওই শিক্ষিকা গত ৫ বছর ধরে ভুয়া ঠিকানা ব্যবহার করে অন্য উপজেলায় চাকুরী করে যাচ্ছেন।
এব্যাপারে এসএম ওহিদুর রহমান গত ১২ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর ওই শিক্ষিকা বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী বলেন, ওই শিক্ষিকার বিরুদ্ধে একটি অভিযোগপত্র পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযুক্ত শিক্ষিকা মোছাঃ শামীমা ডেইজী অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, এসএম ওহিদুজ্জামান মাউলী ঠিকানা ব্যবহার করে আমাকে চাকুরী দিয়েছে ।

(আরএম/পিবি/ এপ্রিল ০৬,২০১৫)