বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আদালতের নাম ব্যবহার করে সাংবাদিক ও মুক্তিযোদ্ধা পরিবারের পূর্বপুরুষের সমাধিক্ষেত্র ও পারিবারিক সম্পত্তি ভূয়া নোটিশ বিজ্ঞপ্তির সাইনবোর্ড টানিয়ে দখলের অপচেষ্টা চালিয়েছে একটি প্রভাবশালী চক্র।

জানা গেছে, দৈনিক সমকালের সহযোগি সম্পাদক ও মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত, বরিশাল শিক্ষক সমিতির একাংশের নেতা ও মুক্তিযোদ্ধা আশীষ দাশগুপ্ত, ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও মুক্তিযোদ্ধা দাশগুপ্ত অসীম কুমারের গৈলা বাজার সংলগ্ন তাদের পিতামহ ভগবতী চরণ দাশগুপ্ত ও তার সহধর্মীনি সরোজিনী দাশগুপ্তের সমাধিক্ষেত্র থেকে রবিবার নাম ফলক তুলে ফেলে নুরুল ইসলাম সরদার ও তার সহদর আলী হোসেন সরদারের ভাড়াটিয়া সন্ত্রাসীরা। এসময় তারা বরিশাল সহকারী জজ আদালতের ‘আদেশক্রমে’একটি ভূয়া বিজ্ঞপ্তির সাইনবোর্ড তৈরি করে ওই সম্পত্তিতে স্থাপন করে। সাইনবোর্ড স্থাপনের সময় দু’পক্ষের লোকজনের মধ্যে বাক-বিতন্ডা হয়। খবর পেয়ে আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এসময় সংশ্লিষ্ঠ গৈলা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু ও সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্তের উপস্থিতিতে প্রতিপক্ষ আলী হোসেন সরদারের কাছে আদালতের আদেশ দেখতে চাইলে তারা কোন কাগজপত্র দেখাতে পারেনি। এসময় আলী হোসেন জানায় তাদের আইনজীবির পরামর্শে তারা আদালতের নাম ব্যবহার করে নোটিশ স্থাপন করেছে। ইতোপূর্বে ওই দখরদার চক্রটি সমাধি সংলগ্ন উল্লেখিত তিন মুক্তিযোদ্ধার পৈত্রিক ভিটার একটি অংশ থেকে আগৈলঝাড়া ভূমি অফিসের তত্ত্বাবধানে স্থাপিত সীমানা পিলার জোরপূর্বক তুলে ফেলে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
(টিবি/পিবি/ এপ্রিল ০৬,২০১৫)