স্টাফ রিপোর্টার : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ দণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে দলটির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে সারাদেশে।

জামায়াতে ডাকা এই হরতালের মধ্যেও চলছে কারগরি বোর্ডের আওতাধীন এইচএসসির (ভোকেশনাল) একাদশ শ্রেণীর ইংরেজি-১ম পত্রের পরীক্ষা। মঙ্গলবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে।

এবার কারিগরি বোর্ডের আওতাধীন এইচএসসির (ভোকেশনাল) একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেশের ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদনেও ফাঁসি বহাল থাকায় সংগঠনটির আহ্বানে মঙ্গলবার ও বুধবার দেশব্যাপী হরতাল আহ্বান করা হয়, যার প্রথম দিন চলছে।

এর আগে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে এসএসসি ও সমমানের ১৬ দিনের পরীক্ষা পিছিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

(ওএস/পিবি/ এপ্রিল ০৭,২০১৫)