বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোলে ২১টি স্বর্ণের বারসহ নূর ইসলাম (৩৫) নামে এক সিঅ্যান্ডএফ কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।

আটক ওই যুবক বেনাপোল বাজারে অবস্থিত মহিউদ্দিন আহম্মেদ অ্যান্ড সন্স নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মচারী। তিনি বেনাপোল ইউনিয়নের গাতিপাড়ার বাবর আলীর ছেলে।

বিজিবি জানায়, দুপুরে নূর ইসলাম স্বর্ণের একটি চালান জুতার ভেতর লুকিয়ে ভারতের দিকে যাচ্ছিলেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাকে আটক করে দেহ তল্লাশি করে ২১টি স্বর্ণের বার উদ্ধার করে।

উদ্ধার করা সোনার পরিমাণ দুই কেজি ৪০০ গ্রাম। সোনার বারগুলোসহ আটক নুর ইসলামকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হচ্ছে।

যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/পিবি/ এপ্রিল ০৭, ২০১৫)