যশোর প্রতিনিধি : কপোতাক্ষ নদ খননের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোরে শহরের বিক্ষোভ করে খুলনার পাইকগাছা উপজেলার দেয়াড়া, রহিমপুর ও হরিদাসকাটি মৌজাভুক্ত বাসিন্দারা।

বিক্ষোভ থেকে জানান, সরকরার কপোতাক্ষ নদ খননের জন্য ২২২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এরই মধ্যে তালা উপজেলা অংশের খনন কাজ শুরু হয়েছে। আগামী এক মাসের মধ্যে পাইকগাছা অংশের খনন কাজও শুরু হবে। কিন্তু অব্যাহত নদী ভাঙ্গনের কারণে পাইকগাছা উপজেলার দেয়াড়া, রহিমপুর ও হরিদাসকাটি মৌজার অধিকাংশ এলাকা বিলীন হওয়ার পথে। এ অবস্থায় এস.এ রেকর্ড অনুযায়ী নদী খনন না করা হলে ওই তিন মৌজার সহ¯্রাধিক বিঘা জমি নিশ্চিহ্ন হয়ে যাবে।

(জেকেএম/এএস/এপ্রিল ০৭, ২০১৫)