নারয়ণগঞ্জ প্রতিনিধি : গত সোমবার বিকালে নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় বাসে পেট্রোল বোমা মেরে আগুন দেয়ার ঘটনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ৫ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে বেশ কিছু জঙ্গিবাদী বই। জানা গেছে, গ্রেফতারকৃতরা সকলে শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দা এলাকায় অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, বিআইএমটি’র শিপ বিল্ডিং এন্ড ফেব্রিক্স বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র নাছির উদ্দিন, এ বিভাগের প্রথম বর্ষের ছাত্র মামুনুর রশিদ, ৩য় বর্ষের ছাত্র শিবলী সাদিক, ৩য় বর্ষের ছাত্র হাবিবুর রহমান ও ২য় বর্ষের ছাত্র ইমন হোসেন।

বিকালে বন্দর থানা পুলিশ গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠায়। আদালত আগামীকাল বুধবার রিমান্ডের শুনানীর দিন ধার্য্য করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো: হাবিবুর রহমান।

(ওএস/এটিআর/এপ্রিল ০৭, ২০১৫)