ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে র‌্যাবের একটি দল গত ০৭ এপ্রিল মঙ্গলবার ২টা ১০মিনিটের সময় সদর উপজেলার মুন্সি বাজার খন্দকার নুরু মিয়া বাইপাস সড়কে নির্মানাধীন ভাষকর্য্যরে পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর হতে ২০৮ বোতল ফেনিসিডিল, ০১টি মোবাইল সেট এবং ০২টি মোবাইল সীম সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের এএসপি মোঃ শামীম কুদ্দুছ ভূঁইয়া এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ দল ২টা ১০ মিনিটের সময় তাদেরকে ঘেরাওপূর্বক আটক করে।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ ইউনুস মিয়া(৩৩), পিতা-মোঃ চানমিয়া বেপারী, সাং-বেগমপুর বিলপাড়া, থানা-চুয়াডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা, (২) মোঃ আব্বাস ভূঁইয়া(৪৫), পিতা-মৃত আনোয়ার ভূঁইয়া, সাং-শ্যামকুর (কাঠাল বাগান পাড়া), থানা-মহেষপুর, জেলা-ঝিনাইদহ বলে জানায়। উদ্ধারকৃত ২০৮ বোতল ফেনসিডিল সম্পর্কে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাব।
(এসডি/পিবি/ এপ্রিল ০৮,২০১৫)