কালিয়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের কালিয়ার চাঞ্চল্যকর স্কুল ছাত্র সৌরভকে অপহরণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় এলাকার মানুষ ফুসে উঠেছে। বুধবার সকালে সৌরভের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে তার বিদ্যালয়ের ছাত্র শিক্ষক সহ এলাকার সহস্রাধিক মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। ইতি মধ্যেই ওই হত্যাকান্ডের জট খুলতে শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে। একটি মোবাইাল সেট ও প্রেম কাহিনী ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সৌরভকে জীবন দিতে হয়েছে বলে এলাকার মানুষের মুখে মুখে ফিরছে। ওই ঘটনায় রাশেদ মোল্যা(২০) নামে এক ঘাতককে গ্রেফতারের পর থেকে ঘটনাটি লোক মুখে ফিরছে বলে জানা গেছে।

পুলিশ জানায়,গত ১ এপ্রিল সন্ধ্যায় কলাবাড়িয়া বাজার থেকে তাকে কৌশলে অপহরণ করে খুনিরা। নিখোজ হওয়ার দুই দিন পর গত ৪ এপ্রিল সকাল ১১ টার দিকে মুলখানা বিলের পুকুরে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা তার লাশ ভাসতে দেখেতে পায়। এবং পুলিশে খবর দিলে পুলিশ ওই লাশ উদ্ধার করে নড়াইল মর্গে প্রেরণ করেছে। ওই ঘটনায় নিহতের পিতা শরিফুল মোল্যা বাদি হয়ে শনিবার রাতে ৮/১০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। এবং রাতেই পুলিশ কলাবাড়িয়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও সাংবাদিক মিটুকে গুলি ও বোমা ছুড়ে হত্যা প্রচেষ্টা মামলার অন্যতম ফেরারী আসামী কেরামত ওরফে কেসমত মোল্যার পুত্র রাশেদকে গ্রেফতার করে রিমান্ডের আবেদন সহ আদালতে প্রেরণ করেছে। নড়াগাতি থানার ওসি শোনিত কুমার গায়েন বলেছেন,ওই মামলার এজাহার ভূক্ত আসামী রাশেদকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে গুরুত্বর্পর্ণ তথ্য পাওয়া গেছে তদন্তে স্বার্থে এই মূহুর্তে প্রকাশ করা সম্ভব নয়।এদিকে বুধবার সকাল ১০ টার দিকে কলাবাড়িয়া মাধ্যমিক বিদধ্যালয়ের ছাত্র শিক্ষক সহ এলাকার মানুষ কালিয়া চাপাইল সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে চিহ্নিত ওই খুনিদের গ্রেফতার সহ দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানিয়েছেন।

(এমএইচএম/পিবি/ এপ্রিল ০৮,২০১৫)