আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : খাসজমিতে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠাসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে জেলার বাবুগঞ্জ-মুলাদী সড়কের কলেজ গেট এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়নের নেতাকর্মীরা। শেষে খানপুরা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকায় পদযাত্রা করে উপজেলা পরিষদ চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাবুগঞ্জ উপজেলা ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি কাজী মো. শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক কমরেড ইসাহাক শরীফ। বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য বজলুর রহমান মাষ্টার, ইউনিয়নের কেন্দ্রীয় সম্পাদক খান রুস্তুম আলী, জেলা সম্পাদক টি.এম শাহজাহান মাস্টার, কেন্দ্রীয় যুবমৈত্রী নেতা শাহিন মাহমুদ, উপজেলা ইউনিয়ন সম্পাদক ডাঃ বাবুল হোসেন প্রমুখ।

সবশেষে উপজেলা ভূমি অফিসে খাসজমি বন্টনে অনিয়ম, কৃষি ঋণের নামে পুলিশী হয়রানি, প্রাথমিক শিক্ষা অফিসের অনিয়ম-দুর্নীতি, হাট-বাজার ইজারার নামে ইজারাদারের অত্যাচার-জুলুম, কর্মসৃজন কর্মসূচীতে অনিয়ম, মাছচাষের নামে নদী ও খাল দখল, সাব রেজিষ্ট্রি অফিসের ঘুষ-দুর্নীতি বন্ধসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করেন।

(টিবি/এটিআর/এপ্রিল ০৯, ২০১৫)