বিনোদন ডেস্ক : ‘কান’ চলচ্চিত্র উৎসব এবার মাতবে বলিউডের লাভবার্ডদের সঙ্গে। ৬৪ তম কান চলচ্চিত্র উৎসবের একই মঞ্চে থাকছেন ক্যাট-রণবীর।

এ বছর কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে অনুরাগ কাশ্যপ পরিচালিত রণবীর-আনুশকার নতুন ছবি ‘বম্বে ভেলবেট’। তবে এটাই প্রথমবার নয় এর আগেও বহুবার কান চলচ্চিত্রে দেখানো হয়েছে অনুরাগের ছবি।

অন্যদিকে, ক্যাটরিনার কোনও ছবি জায়গা পায়নি ‘কান’ উৎসবে। আসলে ক্যাট থাকছে একটি বিউটি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে। তবে শুধু ক্যাট নয় এবছর উৎসবে হাজির থাকবেন ঐশ্বরিয়া রায় ও সোনম কাপুর। সুতরাং নিঃসন্দেহে বলা যায়, এবার কান চলচ্চিত্র মাতবে বলি গ্ল্যামগার্লদের রূপের ছটায়।

(ওএস/এটিআর/এপ্রিল ০৯, ২০১৫)