বিনোদন ডেস্ক : কনিষ্ঠ পুত্র আবরামকে নিয়ে এই প্রথম প্রকাশ্যে এলেন শাহরুখ খান। বাবা আর ভাইবোন আরিয়ান ও সুহানার সঙ্গে কলকাতার ইডেন গার্ডেনে আইপিএলের অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচ গ্যালারিতে বসে দেখেছে দুই বছর বয়সী এই ক্ষুদে তারকা। তাকে দেখে উচ্ছ্বসিত হয় হাজার হাজার দর্শক। সে পরেছিলো কলকাতা নাইট রাইডার্সের পোশাক।

এবারই প্রথম তিন সন্তানকে নিয়ে খেলা দেখলেন কিং খান। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তার দল কলকাতা নাইট রাইডার্স জিতে যাওয়ার পর আবরামকে কোলে নিয়ে মাঠে নেমে দর্শকদের শুভেচ্ছা জানান বলিউডের এই সুপারস্টার। টুইটারে তিনি লিখেছেন, ‘এটা আবরামের দেখা প্রথম খেলা। ম্যাচের ফল আমাদের পক্ষে আসায় খুশি লাগছে। আমার কাছে এই জয়ের অন্য একটা গুরুত্ব রয়েছে। কারণ এই প্রথম তিন সন্তানকে নিয়ে খেলা দেখলাম। কেকেআর এবারও যদি চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে মাঠে শার্ট খুলে নাচব।’

শাহরুখ জানান, খেলা দেখতে বসে সন্তানদের শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি। ‘হার কিংবা জয়, যা-ই আসুক সেটাকে সহজভাবে নিতে হবে। যদি হেরে যাই তাহলে ভেঙে পড়ার কিছু নেই। কারণ আমরা টুর্নামেন্টে প্রথম খেলছি।’

(ওএস/এএস/এপ্রিল ১০, ২০১৫)