লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌর এলাকার সিংগা মাঠে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। সিংগা ও মশাঘুনি গ্রামবাসীদের উদ্যোগে  শুক্রবার বিকাল ৪ টায় ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন, লোহাগড়া পৌর আ‘লীগের সভাপতি কাজী বনি আমিন।

লোহাগড়া-নড়াইলসহ পার্শ্ববর্তী জেলা থেকে ২১টি ঘোড়া প্রতিযোগীতায় অংশগ্রহন করে। পয়েন্ট ভিত্তিক এই প্রতিযোগিতায় ১৩ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করে নড়াইল সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোঃ আতিয়ার হোসেনের ঘোড়া, ১২ পয়েন্ট পেয়ে ২য় স্থায় অধিকার করে লোহাগড়ার ঝাউডাঙ্গা গ্রামের মোঃ সাদ্দাম হোসেনের ঘোড়া এবং ৫ পয়েন্ট পেয়ে ৩য় স্থান অধিকার করে যশোরের অভয় নগরের হারুনের ঘোড়া। লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বুলবুল আহম্মদ বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন, লোহাগড়া পৌর আ’লীগের সভাপতি কাজী বনি আমিন,শিক্ষানুরাগী শেখ মফিজুর রহামান,আ‘লীগ নেতা শিকদার রহমান,মুঞ্জুরুল করিম মুন,যুবলীগ সভাপতি আশরাফুল আলম,আঃ হাই সরদার প্রমুখ। পরে বিজয়ী ঘোড়ার মালিকদের মাঝে ১ম পুরস্কার ৬ হাজার টাকা, ২য়পুরস্কার ৪ হাজার টাকা, ৩য় পুরস্কার ২ হাজার টাকা, ৪র্থ পুরস্কার ১হাজার টাকা এবং ৫ম,৬ষ্ঠ,৭ম ও ৮ম স্থান অধিকারী ঘোড়ার মালিকেদের ৫শত টাকা করে পুরস্কার দেওয়া হয়। ছুটির দিনে পড়ন্ত বিকেলে ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন হাজার হাজার দর্শক।

(আরএম/পিবি/ এপ্রিল ১১,২০১৫)