বিনোদন ডেস্ক : আরিফিন শুভ ও জাকিয়া বারী মম জুটির ছবি ‘ছুঁয়ে দিলে মন’ ১০ এপ্রিল সারাদেশে মুক্তির পর দর্শকমহলে গ্রহণযোগ্যতা পেয়েছে। শিহাব শাহীন পরিচালিত ছবিটির প্রচারণার জন্য এখন দেশের সিনেমা হলগুলোতে ঘুরে বেড়াচ্ছেন তারা। সঙ্গে আছে সংশ্লিষ্ট একটি টিম।

জানা গেছে, আজ রাজধানীর জোনাকি, মধুমিতা, বলাকাসহ ডেমরা ও নারায়ণগঞ্জের সিনেমা হলে যাবেন শুভ। তিনি বলেন, ‘দর্শকদের সাড়া পেয়ে আমি আবেগে আপ্লুত। গতকাল সৈনিক ক্লাব, আনারকলি, জয়দেবপুরের বর্ষায় গেলাম। ঘুরে ঘুরে বুঝতে পেরেছি দর্শকরা ছবিটি গ্রহণ করেছে। কয়েকজন দর্শক তো রীতিমতো বলেই ফেললেন, ‘এতো কান্দাইছেন ক্যান!’ এট‍া আমার কাছে সেরা প্রশংসা।’

এদিকে মমও পিছিয়ে নেই। তিনি ছুটছেন সিনেমা হলগুলোতে। তার কথায়, ‘এ ছবির টিমের সঙ্গে হল থেকে হলে ঘুরে বেড়াচ্ছি। এ ছবির মুক্তি ছিলো আমার কাছে কাঙ্ক্ষিত। এখন সময়গুলো আনন্দময় হয়ে উঠছে হলভর্তি দর্শকদের সুবাদে। জোনাকি, মধুমিতা, মতিমহল, গুলশান প্রেক্ষাগৃহে ঘুরে আজ রাত ৯টায় রেডিও ফুর্তিতে যাবো। পাশে থাকার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ।’

এশিয়াটিক ধ্বনিচিত্র ও মনফড়িং প্রযোজিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, মিশা সওদাগর, আলীরাজ, সুষমা সরকার, নওশাবা, খালেকুজ্জামান প্রমুখ।

(ওএস/এএস/এপ্রিল ১১, ২০১৫)