গাইবান্ধা  প্রতিনিধি: গাইবান্ধা রেলস্টেশনের আউটার সিগন্যালের নিকটে বেলতলা নামক এলাকায় গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে শান্তাহার থেকে দিনাজপুরগামী সেভেন আপ ট্রেনের নিচে কাটা পড়ে হিমেল রায়হান (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্র মারা গেছে । হিমেল গাইবান্ধা শহরের গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র  এবং কলেজ পাড়ার বাসিন্দা আবু রায়হানের ছেলে।

হিমেলের মামা রাশেদুল ইসলাম জানান, দুপুরে স্কুল থেকে ফিরে প্রাইভেট পড়ার কথা বলে হিমেল বাসা থেকে বের হয়। পরে লোকমুখে তার মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে এসে তার মৃতদেহ দেখতে পাই। বোনারপাড়া রেলওয়ে থানার ওসি শরীফুল ইসলাম জানান, এবিষয়ে ইউডি মামলা হয়েছে।

(আরআই/এসসি/এপ্রিল১১,২০১৫)