বিনোদন ডেস্ক : চৈত্র সংক্রান্তিতে সংগীত পরিবেশন করতে বাংলাদেশে হাজির হচ্ছে কলকাতার ব্যান্ডদল দোহার।

এই ব্যান্ডদল মূলত রাধা রমন, হাসন রাজা,শাহ আব্দুল করিম এবং লালন শাহ’র গান পরিবেশন করে থাকে। অনুষ্ঠানের নাম ‘দোহারের গান’।

বৈশাখী টিভিতে ১৩ এপ্রিল রাত ৮ টায় এটি প্রচার হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন রবিউল হাসান।

(ওএস/এএস/এপ্রিল ১৩, ২০১৫)