নড়াইল প্রতিনিধি : নড়াইলের ব্রাহ্মণডাঙ্গায় অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। বাংলা নববর্ষকে বরণ উপলক্ষে দুইদিন ব্যাপি বৈশাখী মেলা উপলক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকালে এই প্রতিযোগিতায় নড়াইল, যশোর ও মাগুরা জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ২৫টি ঘোড়া অংশগ্রহণ করে। পয়েন্ট ভিত্তিক চারপর্বের এই প্রতিযোগিতায় প্রথম বিজয়ী ঘোড়ার মালিক নড়াইলের ঝাউডাঙ্গা গ্রামের বাহাউদ্দিনকে ৭ হাজার টাকা, যৌথভাবে দ্বিতীয় বিজয়ী মিঠাপুর গ্রামের নূরনবী মিয়া ও যশোরের বাঘারপাড়ার আলী হোসেনকে ৫ হাজার টাকা করে এবং তৃতীয় বিজয়ী ঘোড়ার মালিক নড়াইলের মালিডাঙ্গা গ্রামের লোকমানকে ৩ হাজার টাকা প্রদান করা হয়।
মেলা উদযাপন কমিটির সদস্য হামিদুল ইসলাম জানান, বর্ষ বিদায় ও বর্ষবরণ উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও দুদিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। বংশ পরম্পরায় কয়েকশত বছর ধরে নড়াইল জেলার সর্ববৃহৎ এই মেলা চলে আসছে। মেলার অন্যতম আকর্ষণ ঘোড়া দৌড়া প্রতিযোগিতা দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে অর্ধ লক্ষাধিক মানুষের আগমেন মেলা প্রাঙ্গন মিলন মেলায় পরিণত হয়। মেলায় হস্তশিল্প, কুঠিরশিল্প, বিভিন্ন ধরনের আসবাবপত্র, কসমেটিকস, আসবাবপত্রসহ নানা পন্যের পসরা সাজিয়ে বসে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ৫ শতাধিক ব্যবসায়ী। মেলার অন্যতম আকর্ষণ ছিল নানা প্রকারের মিষ্টি। এছাড়া রাতব্যাপি পরিবেশতি জারীগানের আসর হাজারো দর্শক উপভোগ করেন।

(টিএআর/পিবি/এপ্রিল ১৫,২০১৫)