ফরিদপুর প্রতিনিধি : এবার ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হল সত্যজিত মুখার্জিকে। অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, ঘুষ লেনদেন, টেন্ডারবাজি, মাদকব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দেশের বৃহত্তম এই ছাত্র সংগঠন থেকে বাদ দেয়া হল তাকে। শুক্রবার জেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানতে চাইলে জেলা ছাত্রলীগের এক নেতা উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, সত্যজিত মুখার্জি দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত। চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। পরে তারা চাকরি তো দূরে থাক টাকাও পাননি। ছাত্রলীগের কারো বিরুদ্ধে একের পর এক এধরনের অভিযোগ আসায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাছাড়া ব্যক্তি সত্যজিতের অন্যায়ের দায় ছাত্রলীগ নিতে পারে না বিধায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে ছাত্রলীগের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই।

এর আগে বৃহস্পতিবার সরকারি এক আদেশে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

(ওএস/অ/এপ্রিল ১৭, ২০১৫)