ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাংগায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহর পথসভায় গুলির ঘটনা ঘটেছে। এতে ভাংগা থানার ওসি নাজমুল ইসলামসহ আহত হয়েছেন ৭ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভাংগার কাউলিবেড়া ইউনিয়নের মুন্সীবাড়ি কুমপাড় বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, কাজী জাফরউল্যাহ একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাওয়ার পর পথসভায় অংশ নেন। এসময় কাজী জাফরউল্যাহর সঙ্গে থাকা নেতাদের সাথে গ্রামবাসীর কথা কাটাকটি হয়। একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগ প্রভাবশালী এক নেতা শর্টগানের গুলি ছুড়ে। এতে ওসিসহ ৭ জন আহত হয়।

আহতরা হলেন: ভাংগা থানার ওসি নাজমুল ইসরাম, ইমারত হোসেন, ফরহাদ মাতুব্বর, শাহজাহান মোল্যা, জমির মাতুব্বর ও শাহেদ আলী। এদের মধ্যে ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, ভাংগা থানার ওসি নাজমুল ইসলাম জানান, পথসভা চলার সময় অসাবধানতাবশত শর্টগানের গুলি বের হলে এ দুর্ঘটনা ঘটে।

(এডি/পিবি/ এপ্রিল ১৮,২০১৫)