বিনোদন ডেস্ক : ২৩ এপ্রিল যোধপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বলিউড অভিনেতা সালমান খানকে হাজির হতে বলা হয়েছে।

এদিন সালমানের বিরুদ্ধে অস্ত্র আইনের আওতায় আনা অভিযোগের ভিত্তিতে তার বক্তব্য রেকর্ড করা হবে। এর আগে এই অভিযোগের ভিত্তিতে চার সাক্ষীর জবানবন্দী নেয়া হয়েছে।

১৯৯৮ সালের ১-২ অক্টোবর যোধপুরের একটি গ্রামে ‘হাম স্যাথ স্যাথ হ্যায়’ সিনেমার শুটিং করার সময় সংরক্ষিত দুটি বণ্যপ্রাণী মারা যায়। এ ঘটনায় সালমান খান সহ আরও কয়েকজন তারকাকে অভিযুক্ত করা হয়। সালমানের বিরুদ্ধে লাইসেন্সের মেয়াদ পার হওয়া অস্ত্র বহনের অভিযোগ আনা হয়।

গত ২৫ ফেব্রুয়ারি আদালত এ মামলার রায় দিতে চেয়েছিল। কিন্তু কিছু জটিলতার কারণে তা হয়নি। পরে আবার মামলার শুনানির সিদ্ধান্ত নেয়া হয়।

(ওএস/এএস/এপ্রিল ১৮, ২০১৫)