বরিশাল প্রতিনিধি : নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড থেকে শুক্রবার রাতে চার’শ পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক জয়নাল ঝালকাঠীর নলছিটি উপজেলার তিমিরকাঠী গ্রামের আঃ হকের ছেলে।

অপরদিকে শনিবার সকালে জেলার বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে ঢাকা থেকে আসা যাত্রীবাহী গ্রামীণ পরিবহনের যাত্রী হানিফ মৃধাকে নয়’শ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। হানিফ পটুয়াখালী উপজেলা সদরের লাউকাঠী এলাকার আব্দুল কাদের মৃধার ছেলে। একইদিন সকালে নগরীর পোর্ট রোডের হোটেল স্বাগতমের পিছন থেকে এক কেজি গাঁজাসহ তারেক হোসেন ও মোহন হাওলাদারকে দুই যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। তারেক নগরীর রসুলপুর এলাকার আকবর আলীর ছেলে এবং মোহন বাকেরগঞ্জ উপজেলার সাইদুল আলমের পুত্র। এসব ঘটনায় পৃথক ভাবে মামলা দায়ের করা হয়েছে।

(টিবি/পিবি/ এপ্রিল ১৮,২০১৫)