কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে চার জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ে জেলার পাকুন্দিয়া, কটিয়াদী ও কুলিয়ারচর উপজেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামে প্রবল ঝড়ের সময় ঘরের ওপর একটি বিশালাকার রেইন-ট্রি গাছ ভেঙে পড়লে ঘুমন্ত অবস্থায় হযরত আলী (৩৫) ও তার ছেলে রিজন মিয়া (৭) চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
এছাড়া কটিয়াদী উপজেলার মশুয়া ইউনিয়নের কাজীরচর গ্রামের আব্দুল মান্নান (৬০) এর ঘরের ওপর গাছ ভেঙে পড়ায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জরুরী অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে গতকাল রোববার ভোরে তার মৃত্যু হয়।
অন্যদিকে নরসিংদী বেলাবো থেকে মাছ ব্রিক্রি করে শীতল চন্দ্র বর্মণ (৩২) নামে এক জেলে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দিতে হঠাৎ ঝড়ে গাছ ভেঙে অটোরিকশার ওপর পড়ে। এতে গাড়িটি উল্টে ঘটনাস্থলেই শীতল চন্দ্রের মৃত্যু হয়।

(পিকেএস/পিবি/ এপ্রিল ১৯,২০১৫)