আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :বিশ দলের অবরোধে ঢাকায় পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে নিহত আগৈলঝাড়ার রাংতা গ্রামের গাড়ী চালক আবুল কালামের পরিবারের পাশে দাড়িয়েছেন অগ্রনী ব্যাংকের পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার।

গতকাল রোববার সকালে ঢাকার বার্ন ইউনিটে ১৫ জানুয়ারি নিহত উপজেলার রাংতা গ্রামের মৃত আব্দুল হক হাওলাদারের ছেলে প্রাইভেট কার চালক আবুল কালামের মা সুফিয়া বেগমের হাতে নগদ ২৫ হাজার টাকা ও একটি গাভী প্রদান করেন অগ্রনী ব্যাংকের পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার।

রাংতা ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মোতালেব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জসীম সরদার, রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার রেজাউল করিম, ইউপি সদস্য মো. আলাউদ্দিন মোল্লা, ইউনিয়ন যুবলীগ নেতা রিপন সরদার, সমাজ সেবক রণজিৎ বৈদ্য, আ. জব্বার মোল্লা, জালাল হাওলাদার প্রমুখ। এ্যাড. বলরাম এসময় রাংতায় ব্র্যাক পরিচালিত প্রাক-প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরে রাংতা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দরিদ্র ৫০ জন শিক্ষার্থীর ফরম পুরণের দ্বায়িত্বভার গ্রহন করেন। এসময় ’৭১ মুক্তিযুদ্ধে দক্ষিাণাঞ্চলের বৃহৎ বদ্ধভূমি কেতনার বিলে শহীদদের স্মরণে ১ জৈষ্ঠ অনুষ্ঠিত স্মরণ সভার জন্য আর্থিক সহায়তা প্রদান করে রাংতা সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন শেষে অবকাঠামো নির্মানের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাষ প্রদান করেন।

এসময় এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথী হিসেবে এ্যাড. বলরাম পোদ্দার বলেন, মানুষ পুড়িয়ে লাশের উপর দিয়ে ক্ষমতায় যাওয়া যায়না। যাদের মনুষ্যত্ববোধ আছে তারা দেশকে সহিংসতার আগুনে পোড়াতে পারেনা। আন্দোলনের নামে পেট্রোল বোমায় সাধারণ খেটে খাওয়া মানুষ হত্যা করে আন্দোলনের নামে দেশে হত্যার অপসংস্কৃতি জামাত বিএনপি-ই চালু করেছে। নাশকতামূলক কর্মকান্ড চালিয়ে জামাত-বিএনপি জঙ্গি সংগঠন হিসেবে দেশে বিদেশে খ্যাতি লাভ করেছে। তাদের বিচার হবেই। দেশের এমন অপশক্তির বিরুদ্ধে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।


(টিবি/এসসি/এপ্রিল১৯,২০১৫)