বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় ইউএসএআইডি’র অর্থায়নে সিরিয়াল সিস্টেমস্ ইনেশেটিভ ফর সাউথ এশিয়া ইন বাংলাদেশ (সিসা বিডি) প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবি সংগঠন হাব এর উদ্যোগে ‘আদর্শ কৃষি তাত্বিক ব্যবস্থাপনা’ শ্লোগানকে সামনে রেখে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে।

রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জোবারপাড় গ্রামের কৃষক জগদীশ বৈরাগীর ক্ষেতের ব্রি ধান-৫৯ কেটে প্রধান অতিথী হিসেবে মাঠ দিবসের উদ্ভোধন করেন বরিশাল বিডিএস’র উপ-নির্বাহী কর্মকর্তা জেমস পি. বিশ্বাস। পরে উঠান বৈঠকে আদর্শ কৃষক হরলাল বৈরাগীর সভাপতিত্বে মাঠ দিবসের সভায় বিশেষ অতিথীর বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল হাব’র ম্যানেজার দেব কুমার নাথ, এডিও নজরুল ইসলাম, কো-অর্ডিনেটর মো. আজিম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা জাফর ইকবাল ও সিসা’র ফিল্ড অফিসার মাসুদ রানা। প্রধান অতিথী পি. বিশ্বাস জানান, প্রকল্পের আওতায় কৃষি উন্নয়নের জন্যসরকার ৬টি দেশীয় সংস্থার মাধ্যমে বরিশাল বিভাগের ৬টি জেলার ২৫টি উপজেলায় ১১শ জন কৃষক পরিবার নিয়ে ২০১১ সাল থেকে সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে খাদ্যে স্বয়ং সম্পূর্নতা অর্জনের লক্ষে কাজ করে আসছে। তিনি আরও জানান, ব্রি-৫৯ ধানের ফলন হয়েছে প্রতি হেক্টরে ৭.২ টন।

(টিবি/পিবি/ এপ্রিল ২০,২০১৫)